শান্তিগঞ্জে সুজন’র মাসিক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সুজন-সুশাসনের জন্য নাগরিক শান্তিগঞ্জ উপজেলা কমিটির প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় শান্তিগঞ্জ বাজারের দলিল লিখক সমিতির অস্থায়ী কার্যালয়ে সুজন- সুশাসনের জন্য নাগরিক শান্তিগঞ্জ উপজেলা কমিটির উদ্যােগে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সুজন’র শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু সঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানের পরিচালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সামিউল কবির, ভৈরব সুত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আব্দুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মামুন আহমদ, প্রচার সম্পাদক কাজী ছাদিকুর রহমান, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন ও রাজন দেব।