সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে আওয়ামী লীগের দুই নেতা আটক
আসরাফ উদ্দিন হিল্লোল, মধ্যনগর প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৫৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 292
মধ্যনগরে আওয়ামী লীগ ২ নেতাকে মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ২১ জানুয়ারি পৃথক দুটি অভিযানে ওই দুই আওয়ামী লীগ নেতাকে দুই স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের ইউনিয়ন যুবলীগের সভাপতি আইন উদ্দিন (৪১) ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আটাইশা মাছিমপুর গ্রামের কৃষক লীগের সভাপতি মোশারফ হোসেন (৪১)।
মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, ‘গত বছরের ২৭ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের দুই জনকে গ্রেপ্তারের পর আজ ২২/০১/২০২৫ সকাল ১১ ঘটিকায় আদালতে প্রেরণ করা হয়েছে।













