ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কলিম উদ্দিন মিলন
শহীদদের রক্তে অর্জিত বিজয়কে সমুন্নত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে
- আপডেট সময় : ১১:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / 217
জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ছাত্রদলের প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা জীবন উৎসর্গ করেছে। শহীদ হয়েছে এবং রাজপথ দখলে রেখে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামকে সফল করেছে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব তারেক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলিম উদ্দিন মিলন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করতে গিয়েও ছাত্রদল উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। মামলা হামলা ও গুলি খেয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ১২০০ জনের মধ্যে ৬৫৩ জনেই বিএনপি ও ছাত্রদলের।
তিনি বলেন, আগস্টের গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন শহীদ হয়েছেন এবং গত ১৫ বছর যারা তিলে তিলে করে আন্দোলন সংগঠন গড়ে তুলেছেন, বিভিন্ন সময়ে শহীদ হয়েছেন এবং আমাদের নেতা ইলিয়াস আলীসহ ছয় শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন তাদের সকলকে স্মরণ করছি। আজকের দিনে শপথ হচ্ছে শহীদদের রক্তে অর্জিত বিজয়কে ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
বুধবার বেলা ১১ টা থেকেই জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন উপজেলা, ইউনিয়নসহ আঞ্চলিক ইউনিট থেকে মিছিল করে এসে পুরাতন বাসস্টেশনে জড়ো হন ছাত্রদলের নেতা কর্মীরা। দুপুরে বর্ণাঢ্য র্যালি বের হয় শহরে। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাছননগরের হোসেন বখ্ত চত্ত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল ইসলাম নূরুল,













