চিন্ময় দাসের জামিন নামঞ্জুর উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা

- আপডেট সময় : ০৩:৫০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
রাষ্ট্রদোহ মামলায় কারাগারে থাকা ইসকন সংগঠক চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করেন। এ সময় রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া। তিনি বলেন, জামিন আবেদনের ওপর আধা ঘণ্টা ধরে শুনানি হয়েছে। আদালত দুই পক্ষেরই যুক্তিতর্ক শুনেছেন। পরে বিচারক জামিন নামঞ্জুরের আদেশ দেন।
চিন্ময় দাসের প্রথম আইনজীবী শুভাশিস শর্মা মামলার আসামি হয়ে বর্তমানে আত্মগোপনে আছেন। আর তার (চিন্ময়) পক্ষে সম্প্রতি শুনানি করতে আসা সিনিয়র আইনজীবী রবিন্দ্র ঘোষ চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন। ফলে গতকাল চিন্ময়ের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য্য। তিনিসহ আইনজীবীদের ১১ জনের একটি দল ঢাকা থেকে চট্টগ্রামে এসে এই শুনানিতে অংশ নেন।