সংবাদ শিরোনাম ::
এ বি পার্টির নতুন চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু

আ সু ডেস্ক :
- আপডেট সময় : ০৭:১৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / 162
আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু। এর পুর্বে তিনি দলটির সদস্যসচিব ছিলেন।
শনিবার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেন নির্বাচন কমিশনার আক্তারুল আলম ।
এর আগে গত শুক্রবার দিনব্যাপী চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলে। মোট ২৮০৬ ভোটারের মধ্যে ১৬৬৮টি ভোট কাস্টিং হয়েছে। তাদের মধ্যে মজিবুর রহমান মঞ্জু ১৪০০টি ভোট পেয়ে তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এএফএম সোলায়মান চৌধুরী পেয়েছেন ২১১টি, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম ৩৩টি ভোট পেয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবি পার্টির সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তথ্য:দ/ন