সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা
হৃদয় নিংড়ানো ভালবাসায় সিক্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ

- আপডেট সময় : ০৩:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ২৬৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪) জানুয়ারি দুপুরে কলেজের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পৌর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় শেরগুল আহমেদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন শিক্ষক, শিক্ষার্থীসহ অতিথিবৃন্দ।
পৌর কলেজের প্রভাষক আলমগীর আহমদ তালুকদার ও উসমান গণির যৌথ সঞ্চালনায় বক্তরা বলেন, অধ্যক্ষ শেরগুল আহমেদ একজন দক্ষ, সৎ, নিষ্টাবান এবং পরিশ্রিমী ব্যক্তি। যার ঐকান্তিক প্রচেষ্টায় পৌর ডিগ্রি কলেজ আজ স্বমহিমায় উদ্ভাসিত।
বর্তমান পৌর কলেজ যে স্থায়ী দৃষ্টিনন্দন ক্যাস্পাস পেয়েছে তার নেপথ্যে ছিল শেরগুল আহমদের অক্লান্তিক ও নিরলস পরিশ্রম।
পেশাগত জীবনে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। কলেজ জীবনে তাঁর বিভিন্ন স্মৃতিচারণ করেন বক্তরা।
গুনী শিক্ষকের বিদায় লগ্নে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষককে অস্রুশিক্ত নয়নে বিদায় জানান তাঁর সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা।
গভর্নিং বডির সভাপতি প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জ্যোতির্ময় দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের গভর্নিং বডি সদস্য এডভোকেট আব্দুল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ চিত্তরঞ্জন তালুকদার, গভর্নিং বডির সদস্য হাজী মো. আব্দুস সামাদ, সিনিয়র প্রভাষক ফারজানা আক্তার সুমা প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নোয়াজ উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন- কলেজের প্রভাষক তাসলিমা আক্তার শান্তা, কাঞ্চন বৈদ্য, তৈয়বুর রহমান, শাহীনুর ইসলাম, আফাজ উদ্দিন, মানিক উল্লাহ, মাহবুবা আক্তার, কামাল হোসাইন, রিনা আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী সুনামগঞ্জ পৌর কলেজে দীর্ঘ দিন অধ্যক্ষের দ্বায়িত্ব পালন করেছেন শেরগুল আহমেদ। শিক্ষা ক্ষেত্রে সুষ্ট পরিবেশ বজায় রেখে গুণগত মান-সম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠাই ছিলো তার মূল লক্ষ্য।
তিনি এই কলেজের প্রতিটি উন্নয়নে অবদান রেখেছেন। মন জয় করেছেন শিক্ষক ও শিক্ষার্থীদের। পিতার মতো যত্ন সহাকারে শিক্ষার্থীদের আলোকিত জীবন গড়তে করেছেন অক্লান্ত পরিশ্রম। যার ফলে অধ্যক্ষের শেষ কর্মদিবসেও শিক্ষার্থীরা ছিলেন আপ্লুত।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ কলেজের সকল শ্রেণীর কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবরণ ও বিদায়ী অধ্যক্ষ শেরগুল আহমেদকে গার্ড অব অনারের মাধ্যমে বিদায় জানায় রোভার স্কউটগ্রুপ।