এনটিভিতে নিয়োগ পেলেন জগন্নাথপুরের তৈয়বুর
- আপডেট সময় : ০৬:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / 556
দেশের প্রথম সারির টিভি NTV পরিবারের সাথে যুক্ত হলেন,
জগন্নাথপুর -শান্তিগঞ্জ উপজেলা -(ডিজিটাল প্রতিনিধি হিসেবে) তৈয়বুর রহমান।
তার এই সাফল্যে তিনি বলেন, প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।এরপর NTV চেয়ারম্যান, এমডিসহ প্রতিষ্ঠানের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে বাছাই করার জন্য।
তৈয়বুর রহমান অনুভুতি ব্যাক্ত করে বলেন, NTV প্রতিষ্ঠানের পরিবারের সাথে যুক্ত হওয়ার পিছনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবাই কে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি।
বিশেষ করে সাংবাদিকতা করতে গিয়ে যারা আমাকে উৎসাহিত ও সহযোগীতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দেশ ও মানুষের কল্যানে যেনো কাজ করতে পারি/- দোয়া করবেন।
সারাদিন এনটিভি অফিসে ট্রেনিং শেষে NTV চেয়ারম্যান মোসাদ্দেক আলী নিয়োগপত্র তুলে দেন তৈয়বুর রহমানের হাতে।
এদিকে তৈয়বুর রহমানের এনটিভিতে নিয়োগ হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জের জনপ্রিয় অনলাইন পোর্টাল আমার সুনামগঞ্জ.কম’র সম্পাদক সুহেল আলম সহ আমার সুনামগঞ্জ.কম পরিবার।













