সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের নবীনবরণ
জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর প্রতিনিধি :
- আপডেট সময় : ০৪:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 198
জগন্নাথপুর পৌর শহরে আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রভাষক নজরুল ইসলামের সভাপতিত্ব ও প্রভাষক হুমায়ুন কবীরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক তাজউদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের পরিচালক ও জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক সালেহ আহমদ, ইমরান আলী, প্রভাষক জেরিনা সুলতানা, বর্ণা চন্দ্র, সাদিয়া জাহান, শিক্ষার্থী নওরীন আক্তার সায়মা, সাহিদা বেগম, রেশমা আক্তার, ঝুমা বেগম,রুনা আক্তার, মাহিয়া আক্তার মাহি, সুমাইয়া আক্তার বুশরা প্রমুখ। পরে কলেজ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।












