গণ অধিকার পরিষদের মিছিল ও স্মারকলিপি প্রদান

- আপডেট সময় : ০৭:৫০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ জানুয়ারী) সকাল এগারোটায় শাপলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আসগর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বারী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ, সদর উপজেলা গণ অধিকার পরিষদ এর সভাপতি মোশাহিদ মিল্টন,গণ অধিকার পরিষদ নেতা টিমন চৌধুরী, হান্নান আকাশ, রোমেন আহমেদ, যুব অধিকার পরিষদ নেতা মোজাহিদ আলী খোকন,ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে”জুলাই গণঅভ্যুত্থানে” গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে, জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।