সুনামগঞ্জ ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে আওয়ামীলীগ নেতা সাজ্জাদ খান গ্রেফতার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য শিবিরের স্মারকলিপি সুমেক শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান শিবিরের নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থার ২০২৫ সেশনের কমিটি গঠন অধ্যক্ষ আলী নূরের সহধর্মিণীর মৃত্যু : বিভিন্ন মহলের শোক সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সুজনের মানববন্ধন মধ্যনগরের বৌলাই নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বিশ্বম্ভরপুরে গ্রাম উন্নয়ন ‘খাস কমিটি’র দুর্নীতি, প্রতিবাদে মানববন্ধন তাহিরপুর সীমান্তে পৌনে ৭ লক্ষ টাকার ভারতীয় ফুসকা জব্দ জগন্নাথপুর সাচায়ানী নন্দিরগাও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

শেখ হাসিনা দেশে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিল- কলিম উদ্দিন আহমদ মিলন।

দোয়ারাবাজার প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

শেখ হাসিনার সরকার গত ১৫ বছর দেশজুড়ে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে জনগণের উপর। দেশের জনগণ অতিদ্রুত নির্বাচন দেখতে চাইছে।সংস্কার শেষ করে দেশে নির্বাচিত সরকার গঠন করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দোয়ারাবাজর উপজেলার আমবাড়ি বাজারে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে মান্নারগাও ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, গত ১৫ বছর ধরে দেশে অবৈধ শাসন জারি করা হয়েছিল। বিনা ভোটের সরকার পরিচালনার মাধ্যমে দেশের সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সময় এসেছে এখন পরিবর্তনের, জনগণ তাদের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন করতে চায়।

এসময় তিনি আরো জানান, সিলেটের বিএনপি নেতা ইলিয়াম আলী সহ বিএনপির ৬০০ নেতাকর্মীকে এই ফ্যাসিস্ট সরকার গুম খুনের মাধ্যমে নির্যাতনের রোলার চালিয়েছিল। দেশে এখনো স্বৈরাচারী সরকারের দোসররা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনগণের সম্পদ লুট করে তারা অঢেল সম্পদের মালিক হয়েছে। হাজার কোটি টাকা পাচার করে জনগণের পকেট শূন্য করে দিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর যারা নির্যাতন চালিয়েছিল তারা এখনও বাহিরে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন যদি আইনের মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করাতে ব্যর্থ হয় তাহলে বিএনপি দেশের ছাত্র সমাজকে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হুশিয়ার দেন তিনি।

মিলন বলেন, বিএনপি আগামীর রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে কৃষকের সরকার হয়ে কাজ করবে। কৃষকদের উন্নয়নে যা-কিছু প্রয়োজন সবকিছু করবে বিএনপি।বিগত সরকার দেশের মানুষের উপর যে অত্যাচার করেছে তাদের উপযুক্ত বিচারের মাধ্যমে রাষ্ট্রকে কলঙ্কমুক্ত করার দাবি জানান তিনি।

এসময় অনুষ্ঠানে জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম ও মান্নারগাও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো.জহুর উদ্দিনের পরিচালনা ও মান্না’র গাও ইউনিয়ন কৃষক দলের সভাপতি খোকন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এম এ বারী, আলতাফুর রহমান খসরু, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক আকুল আলী, জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ,
সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সদস্য ছালে আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনা দেশে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছিল- কলিম উদ্দিন আহমদ মিলন।

আপডেট সময় : ০৫:০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

 

শেখ হাসিনার সরকার গত ১৫ বছর দেশজুড়ে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে জনগণের উপর। দেশের জনগণ অতিদ্রুত নির্বাচন দেখতে চাইছে।সংস্কার শেষ করে দেশে নির্বাচিত সরকার গঠন করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দোয়ারাবাজর উপজেলার আমবাড়ি বাজারে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে মান্নারগাও ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, গত ১৫ বছর ধরে দেশে অবৈধ শাসন জারি করা হয়েছিল। বিনা ভোটের সরকার পরিচালনার মাধ্যমে দেশের সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সময় এসেছে এখন পরিবর্তনের, জনগণ তাদের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন করতে চায়।

এসময় তিনি আরো জানান, সিলেটের বিএনপি নেতা ইলিয়াম আলী সহ বিএনপির ৬০০ নেতাকর্মীকে এই ফ্যাসিস্ট সরকার গুম খুনের মাধ্যমে নির্যাতনের রোলার চালিয়েছিল। দেশে এখনো স্বৈরাচারী সরকারের দোসররা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনগণের সম্পদ লুট করে তারা অঢেল সম্পদের মালিক হয়েছে। হাজার কোটি টাকা পাচার করে জনগণের পকেট শূন্য করে দিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর যারা নির্যাতন চালিয়েছিল তারা এখনও বাহিরে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন যদি আইনের মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করাতে ব্যর্থ হয় তাহলে বিএনপি দেশের ছাত্র সমাজকে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হুশিয়ার দেন তিনি।

মিলন বলেন, বিএনপি আগামীর রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে কৃষকের সরকার হয়ে কাজ করবে। কৃষকদের উন্নয়নে যা-কিছু প্রয়োজন সবকিছু করবে বিএনপি।বিগত সরকার দেশের মানুষের উপর যে অত্যাচার করেছে তাদের উপযুক্ত বিচারের মাধ্যমে রাষ্ট্রকে কলঙ্কমুক্ত করার দাবি জানান তিনি।

এসময় অনুষ্ঠানে জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম ও মান্নারগাও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো.জহুর উদ্দিনের পরিচালনা ও মান্না’র গাও ইউনিয়ন কৃষক দলের সভাপতি খোকন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এম এ বারী, আলতাফুর রহমান খসরু, জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক আকুল আলী, জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ,
সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সদস্য ছালে আহমদ প্রমুখ।