সুনামগঞ্জ ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দীক গ্রেফতার দোয়ারাবাজারের ইউএনও নেহের নিগার তনু’র প্রত্যাহারের দাবিতে বিভাগীয় কমিশনারের বরাবর আবেদন কাঠইর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন শিল্পপতি মইনুল ইসলাম বোরো ধান সংগ্রহে মিলার ও খাদ‍্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা সুনামগঞ্জে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্র বৃদ্ধির দাবি বিএনপির সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ তাহিরপুরে ট্রাক উল্টে প্রাণ গেল চালকের ঝড়ে উড়ে গেল ভূমিহীন পরিবারের ঘর, নেই মাথা গোঁজার ঠাঁই ট্রাইবেকারে জিতে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে

সুনামগঞ্জে অসাধু চক্র ও পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও শাস্তির দাবি

আব্দুল্লাহ নাঈম:
  • আপডেট সময় : ১০:১৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সুনামগঞ্জ জেলার কিছু অসাধু চক্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম-এর কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাগর রুনি হত্যা মামলার আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বিশেষ করে দিরাই ও শাল্লায় কিছু অসাধু ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের যোগসাজশে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।

ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ষড়যন্ত্রে নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, ভয়ভীতি প্রদর্শন এবং অন্যায়ভাবে অর্থ আদায়ের মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকে নির্যাতনের শিকার হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন।

আইনজীবী শিশির মনির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন করা। অথচ কিছু অসাধু চক্রের কারণে ন্যায়বিচার ব্যাহত হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, সুনামগঞ্জের জেলা প্রশাসক, এবং সংশ্লিষ্ট থানাগুলোতেও পাঠানো হয়েছে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে অসাধু চক্র ও পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও শাস্তির দাবি

আপডেট সময় : ১০:১৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

 

সুনামগঞ্জ জেলার কিছু অসাধু চক্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম-এর কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাগর রুনি হত্যা মামলার আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বিশেষ করে দিরাই ও শাল্লায় কিছু অসাধু ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের যোগসাজশে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।

ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ষড়যন্ত্রে নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, ভয়ভীতি প্রদর্শন এবং অন্যায়ভাবে অর্থ আদায়ের মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকে নির্যাতনের শিকার হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হচ্ছেন।

আইনজীবী শিশির মনির বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন করা। অথচ কিছু অসাধু চক্রের কারণে ন্যায়বিচার ব্যাহত হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, সুনামগঞ্জের জেলা প্রশাসক, এবং সংশ্লিষ্ট থানাগুলোতেও পাঠানো হয়েছে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।