আল আকসা কিন্ডার গার্টেন স্কুলের উদ্বোধন

- আপডেট সময় : ১২:২৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ পৌরশহরে আল আকসা কিন্ডার গার্টেন স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে দক্ষিণ আরপিননগরে সড়ক ভবনের বিপরীতে (বারি মঞ্জিল) প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক মাওলানা জহিরুল ইসলাম।
প্রধান শিক্ষক মাওলানা আলী খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাহপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা তোফাজ্জল হক আজিজ, তেঘরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা বদরুল আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হেলাল, জামালগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. আজিজুর রহমান আজিজ, এডভোকেট মাহবুবুর হাছান শাহীন ও সাংবাদিক বায়েজীদ বিন ওয়াহিদ।
বক্তব্য রাখেন সুনামগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ, জামতলা জামে মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান, কাজিরপয়েন্ট জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আহমদ, ইসলামী ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আশরাফ উদ্দিন, মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, দশগ্রাম মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আলী আকবর, সুনামগঞ্জ মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মাওলানা আতাউল হক।
উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ হাসান মাহমুদ, সাচনাবাজার মাদ্রাসার শিক্ষক হাফিজ শাহীন, মাওলানা হুজায়ফা মাহমুদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইউসুফ।
উল্লেখ্য, প্লে গ্রুপ থেকে পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণি পর্যন্ত আল আকসার পাঠদান অনুষ্ঠিত হবে।