সুনামগঞ্জ ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাইবেকারে জিতে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে শান্তিগঞ্জে যুবলীগ নেতা শহীদ মিয়া গ্রেফতার দোয়ারায় সুরমা ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন তাহিরপুরে ইভটিজিংয়ের শিকার এসএসসি পরীক্ষার্থী মাথা ও হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি ছাতক সিমেন্ট কোম্পানির সিবিএ সভাপতি গ্রেফতার দিলসাদ কালাম হাজেরা বালিকা বিদ্যালয়ের ভূমিদাতা কুমুদ চন্দ্র তালুকদারের সংবর্ধনা সড়ক অবরোধ করে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ বুধবার লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে ডা. শফিকুর রহমানের সাক্ষাৎ ইসরাইলিদের নিষিদ্ধ ঘোষণা করলো মালদ্বীপ

দোয়ারাবাজারে তবরিছ আলী’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের তবরিছ আলী’র বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও সীমানা পিলার ভাঙচুর করে প্রতিবেশির জমি দখলের অভিযোগ উঠেছে।

এবিষয়ে ১৭ ফেব্রয়ারি দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের মৃত:আব্দুর রহিমের পুত্র মো: সাজিদ আলী।

অভিযোগের ভিত্তিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করেন দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়.দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামের মৃত: আব্দুর রহিমের পুত্র সাজিদ আলী বায়োবৃদ্ধ,হৃদরোগে আক্রান্ত একজন মানুষ। তার দুই সন্তান প্রবাসে থাকেন ও একসন্তান ( ডুয়েটে) অধ্যয়নরত থাকায় তার নিজস্ব ফসলি জমিগুলো বর্গাচাষীদের মাধ্যমে দীর্ঘদিন যাবত চাষ করে আসছেন। গতবছর থেকে কিছু জমির ওপর প্রতিবেশি ভূমিদস্যু মামলাবাজ তবরিছ আলী’র কুনজর পরে। নিজের বাড়ির পাশে থাকায় ওই জমিতে সাজিদ আলী’র কোন বর্গাচাষি ফসল ফলাতে গেলে মারধর এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে বিতাড়িত করে দেয়।

সাজিদ আলী জানায়, তবরিছ আলী চলতি বছরের ২০ জানুয়ারি পূর্ববিরোধকৃত আরও কিছু জমি’র ( মীমাংসিত) সীমানা পিলারগুলো তুলে ফেলে ভাঙচুর করে ফেলে দেয়। এসময় সাজিদ আলী’র ভাই সিরাজুল ইসলাম দেখতে গেলে তবরিছ আলী তার লাঠিয়ালী বাহিনীর দলবল নিয়ে সিরাজুল ইসলামকে অস্ত্রহাতে ধাওয়া করে।তখন আত্মরক্ষায় সিরাজুল ইসলাম পালিয়ে যায় এবং তাদের এই অপকর্মের ভিডিও ফুটেজ রাখেন।

একই দিনে জমির সকল বর্গাচাষীদের নিষেধ করে হুমকি প্রদান করে যেব্যক্তি জমিতে চাষ করবে অথবা মজুরি কাজে যাবে তাকে সে মিথ্যা মামলা মিথ্যা মামলা দিয়ে জীবন অতিষ্ঠ করে তুলবে। এমনকি সে সকল বর্গাচাষীদের বাড়ি বাড়ি গিয়েও তাদের এবং তাদের পরিবারের লোকদের নামের তালিকা করে নিয়ে আসে তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলাসহ নানান ভাবে হয়রানি করার হুকমি প্রদর্শন করে।
এর পর দ্বিতীয় দফায় গত ২২ জানুয়ারি সাজিদ আলী’র একটি জমিতে অবস্থিত সেচ পাম্প থেকে পানি নিয়ে চাষাবাদ করা অবস্থায় বর্গাচাষি আবুল হোসেন এবং তার ভাই কাদির কে সেখান থেকে চলে না গেলে তার পাম্প জ্বালিয়ে দিবে এবং মামলা মোকদ্দমা দিয়ে এর পরিনাম বুঝিয়ে দিবে এমন হুমকিতে জমি থেকে তাদের তুলেদেয়। ফলে সাজিদ আলী’র জমিসহ আশেপাশের প্রায় ৩০-৪০ বিঘা জমি পানির অভাবে অনাবাদি থেকে যাচ্ছে। তবরিছ আলী কর্তৃক ভূমি দখলের এমন ষড়যন্ত্র হতে সমাধান পেতে সাজিদ আলী এলাকার শালিস ব্যক্তিদের কাছে সাহায্য চাইলে তবরিছ আলী’র সামাজিক ভাবে বিষয়টি সমাধান না করার আগ্রহ জানান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, কেউ যদি সাজিদ আলী’র জমিতে কাজ করতে আসে অথবা কোন ট্রাক্টর চাষ করতে আসলে সেটাও জ্বালিয়ে পুড়িয়ে দেবে তবরিছ আলী।

এদিকে ভূমিদস্যু তবরিছ আলী কর্তৃক শতাধিক মামলায় জর্জরিত হয়ে গ্রামের অনেকেই নিঃস্ব হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। তবরিছ আলী অস্ত্র এবং মাদকের চোরা চালানের ব্যবসায় জড়িত থাকায় জীবন রক্ষার ভয়ে তার বিরুদ্ধে ভয়ে এলাকার কেউ প্রকাশ্যে কথা বলতে পারেনা বলেও অভিযোগ পাওয়া গেছে। তবরিছ আলী অস্ত্রসহ বিজিবির হাতে আটক হয়ে দীর্ঘদিন জেল খেটারও প্রমান পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম জানান,তবরিছ আলী একজন মামলাবাজ ও ভূমিদস্যু। তার রয়েছে বিশাল লাঠিয়াল বাহিনী। তবরিছ আলী ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক পাচার ব্যবসার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন। তবরিছ আলী’র বিরুদ্ধে এলাকার কেউ কথা বললে সে তাদেরকে নানান ভাবে ক্ষতিগ্রস্ত করে,এমন ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান,তবরিছ আলী’র অসৎ লালসায় নিঃস্ব হয়েছেন এলাকার অনেকেই। এলাকার নিরীহ মানুষের জমি দখল,টাকা আত্মসাৎসহ নানান অপকর্মের ফলে একাধিক মামলা মোকদ্দমা ও রয়েছে তার বিরুদ্ধে। তবরিছ আলী’র এমন কর্মকান্ডে এলাকার কেউ নতুন করে জমিজমা এমনকি ভালো পরিবেশে বসতঘর নির্মান করতেও ভয় পায়। এলাকাবাসী ভূমিদস্যু,দখলবাজ ও মামলাবাজ তবরিছ আলীকে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে প্রশাসনের নিকট জোর দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে তবরিছ আলী বিষয়টি মিথ্যা দাবি করেন।

এবিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক জানান,অভিযোগের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দোয়ারাবাজারে তবরিছ আলী’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ০৪:৪৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের তবরিছ আলী’র বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও সীমানা পিলার ভাঙচুর করে প্রতিবেশির জমি দখলের অভিযোগ উঠেছে।

এবিষয়ে ১৭ ফেব্রয়ারি দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একই গ্রামের মৃত:আব্দুর রহিমের পুত্র মো: সাজিদ আলী।

অভিযোগের ভিত্তিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করেন দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়.দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামের মৃত: আব্দুর রহিমের পুত্র সাজিদ আলী বায়োবৃদ্ধ,হৃদরোগে আক্রান্ত একজন মানুষ। তার দুই সন্তান প্রবাসে থাকেন ও একসন্তান ( ডুয়েটে) অধ্যয়নরত থাকায় তার নিজস্ব ফসলি জমিগুলো বর্গাচাষীদের মাধ্যমে দীর্ঘদিন যাবত চাষ করে আসছেন। গতবছর থেকে কিছু জমির ওপর প্রতিবেশি ভূমিদস্যু মামলাবাজ তবরিছ আলী’র কুনজর পরে। নিজের বাড়ির পাশে থাকায় ওই জমিতে সাজিদ আলী’র কোন বর্গাচাষি ফসল ফলাতে গেলে মারধর এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে বিতাড়িত করে দেয়।

সাজিদ আলী জানায়, তবরিছ আলী চলতি বছরের ২০ জানুয়ারি পূর্ববিরোধকৃত আরও কিছু জমি’র ( মীমাংসিত) সীমানা পিলারগুলো তুলে ফেলে ভাঙচুর করে ফেলে দেয়। এসময় সাজিদ আলী’র ভাই সিরাজুল ইসলাম দেখতে গেলে তবরিছ আলী তার লাঠিয়ালী বাহিনীর দলবল নিয়ে সিরাজুল ইসলামকে অস্ত্রহাতে ধাওয়া করে।তখন আত্মরক্ষায় সিরাজুল ইসলাম পালিয়ে যায় এবং তাদের এই অপকর্মের ভিডিও ফুটেজ রাখেন।

একই দিনে জমির সকল বর্গাচাষীদের নিষেধ করে হুমকি প্রদান করে যেব্যক্তি জমিতে চাষ করবে অথবা মজুরি কাজে যাবে তাকে সে মিথ্যা মামলা মিথ্যা মামলা দিয়ে জীবন অতিষ্ঠ করে তুলবে। এমনকি সে সকল বর্গাচাষীদের বাড়ি বাড়ি গিয়েও তাদের এবং তাদের পরিবারের লোকদের নামের তালিকা করে নিয়ে আসে তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলাসহ নানান ভাবে হয়রানি করার হুকমি প্রদর্শন করে।
এর পর দ্বিতীয় দফায় গত ২২ জানুয়ারি সাজিদ আলী’র একটি জমিতে অবস্থিত সেচ পাম্প থেকে পানি নিয়ে চাষাবাদ করা অবস্থায় বর্গাচাষি আবুল হোসেন এবং তার ভাই কাদির কে সেখান থেকে চলে না গেলে তার পাম্প জ্বালিয়ে দিবে এবং মামলা মোকদ্দমা দিয়ে এর পরিনাম বুঝিয়ে দিবে এমন হুমকিতে জমি থেকে তাদের তুলেদেয়। ফলে সাজিদ আলী’র জমিসহ আশেপাশের প্রায় ৩০-৪০ বিঘা জমি পানির অভাবে অনাবাদি থেকে যাচ্ছে। তবরিছ আলী কর্তৃক ভূমি দখলের এমন ষড়যন্ত্র হতে সমাধান পেতে সাজিদ আলী এলাকার শালিস ব্যক্তিদের কাছে সাহায্য চাইলে তবরিছ আলী’র সামাজিক ভাবে বিষয়টি সমাধান না করার আগ্রহ জানান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, কেউ যদি সাজিদ আলী’র জমিতে কাজ করতে আসে অথবা কোন ট্রাক্টর চাষ করতে আসলে সেটাও জ্বালিয়ে পুড়িয়ে দেবে তবরিছ আলী।

এদিকে ভূমিদস্যু তবরিছ আলী কর্তৃক শতাধিক মামলায় জর্জরিত হয়ে গ্রামের অনেকেই নিঃস্ব হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। তবরিছ আলী অস্ত্র এবং মাদকের চোরা চালানের ব্যবসায় জড়িত থাকায় জীবন রক্ষার ভয়ে তার বিরুদ্ধে ভয়ে এলাকার কেউ প্রকাশ্যে কথা বলতে পারেনা বলেও অভিযোগ পাওয়া গেছে। তবরিছ আলী অস্ত্রসহ বিজিবির হাতে আটক হয়ে দীর্ঘদিন জেল খেটারও প্রমান পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম জানান,তবরিছ আলী একজন মামলাবাজ ও ভূমিদস্যু। তার রয়েছে বিশাল লাঠিয়াল বাহিনী। তবরিছ আলী ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক পাচার ব্যবসার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন। তবরিছ আলী’র বিরুদ্ধে এলাকার কেউ কথা বললে সে তাদেরকে নানান ভাবে ক্ষতিগ্রস্ত করে,এমন ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান,তবরিছ আলী’র অসৎ লালসায় নিঃস্ব হয়েছেন এলাকার অনেকেই। এলাকার নিরীহ মানুষের জমি দখল,টাকা আত্মসাৎসহ নানান অপকর্মের ফলে একাধিক মামলা মোকদ্দমা ও রয়েছে তার বিরুদ্ধে। তবরিছ আলী’র এমন কর্মকান্ডে এলাকার কেউ নতুন করে জমিজমা এমনকি ভালো পরিবেশে বসতঘর নির্মান করতেও ভয় পায়। এলাকাবাসী ভূমিদস্যু,দখলবাজ ও মামলাবাজ তবরিছ আলীকে আইনের আওতায় এনে সঠিক বিচার করতে প্রশাসনের নিকট জোর দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে তবরিছ আলী বিষয়টি মিথ্যা দাবি করেন।

এবিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক জানান,অভিযোগের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।