ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ 

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি::
  • আপডেট সময় : ১২:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 158
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ রবিবার(২৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় মদনপুর-দিরাই আঞ্চলিক সড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ২০ জন যাত্রীসহ এক চালক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস গাগলী-নারাইনপুর পয়েন্টে একটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

তাই জনগণের তোপের মুখ থেকে বাঁচতে দ্রুত গাড়ি চালাচ্ছিলেন চালক। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা দিরাইগামী গেইটলক সার্ভিসের অপর একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়।

এতে দুমড়েমুচড়ে যায় বাসটি৷ এসময় উভয় বাসের প্রায় ২০-২২ জন আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এরপর ফায়ার সার্ভিস এসে বাসে আটকে থাকা এক ড্রাইভারকে গাড়ি কেটে বের করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে পা আটকে থাকা গুরুতর আহত চালককে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। অন্যান্য আহতদের আমরা পাইনি। স্থানীয়রা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছেন। গাড়িগুলো রাস্তা থেকে সড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ 

আপডেট সময় : ১২:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ রবিবার(২৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় মদনপুর-দিরাই আঞ্চলিক সড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে ২০ জন যাত্রীসহ এক চালক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস গাগলী-নারাইনপুর পয়েন্টে একটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

তাই জনগণের তোপের মুখ থেকে বাঁচতে দ্রুত গাড়ি চালাচ্ছিলেন চালক। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় বিপরীত দিক থেকে ছুটে আসা দিরাইগামী গেইটলক সার্ভিসের অপর একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়।

এতে দুমড়েমুচড়ে যায় বাসটি৷ এসময় উভয় বাসের প্রায় ২০-২২ জন আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এরপর ফায়ার সার্ভিস এসে বাসে আটকে থাকা এক ড্রাইভারকে গাড়ি কেটে বের করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে পা আটকে থাকা গুরুতর আহত চালককে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। অন্যান্য আহতদের আমরা পাইনি। স্থানীয়রা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছেন। গাড়িগুলো রাস্তা থেকে সড়ানো হয়েছে।