সংবাদ শিরোনাম ::
জয় বাংলা’ স্লোগান দিরাই বিএনপি’র সভায়

দিরাই সংবাদদাতা :
- আপডেট সময় : ০৫:১৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
দিরাই উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।
এর মধ্যেই মঙ্গলবার বিকেলে দিরাই কলেজ রোডে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন।
একপর্যায়ে বক্তব্য দিতে আসেন বিএনপি নেতা হাসমত আলী। পরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে আবার সঙ্গে সঙ্গে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে।
কেউ বলছেন, পুরোনো অভ্যাস ছাড়া মুশকিল। কেউ কেউ বলছেন, পাঁচ আগস্টের আগে নবগঠিত কমিটির আহ্বায়ক আমির আলীসহ অনেকে আওয়ামী লীগের কাছ থেকে বিভিন্ন ফায়দা লুটেছেন। এ বিষয়ে হাসমত আলী বলেন, এটা ছিল স্লিপ অব টাং। ভুল হতেই পারে।