সংবাদ শিরোনাম ::
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেল যুবকের

জগন্নাথপুর সংবাদদাতা :
- আপডেট সময় : ০৪:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
জগন্নাথপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যুবরাজ হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের নাদামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই যুবক ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের জমির আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই যুবক জগন্নাথপুর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে তাঁর নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে নাদামপুর পয়েন্ট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যান।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রিফাত সিকদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।