মাহে রমজানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের মিছিল সমাবেশ

- আপডেট সময় : ১১:৫৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 156
রমজানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সুনামগঞ্জ মডেল মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি সোলায়মান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোঃ মামুন।
এসময় উপস্থিত ছিলেন পৌর নায়েবে আমীর আজিজুল হক মাসুক, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, মাওলানা ইদ্রিস আলী প্রমুখ।
বক্তারা দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষকে কষ্ট না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। একই সাথে অশ্লীলতা বেহায়পনা বন্ধসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি জোর দাবি জানান।