বিসিক শিল্পনগরীতে শ্রমিক কল্যাণের ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৫:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 116
ইউনাইটেড অটো ইঞ্জিনিয়ারিং এর আয়োজনে এবং বিসিক শিল্পনগরী শ্রমিক কল্যানের ব্যাবস্হাপনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ৯) মার্চ বিসিক শিল্পনগরীতে সুনামগঞ্জ সদর দোকান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মু সিরাজুল হক ওলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোমতাজুল হাসান আবেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও পৌর শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আব্দুল হাকিম,বেসিক শিল্প নগরী জামে মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মালিক এবং শ্রমিকের মধ্যে বন্ধুত্ব সূলভ আচরণ থাকলে শ্রমিক ও মালিক উভয়ই লাভবান হবে। ইসলামী শ্রমনীতিতে শ্রমিকের অধিকার অপরিসীম। কুরআনের আইন বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের প্রকৃত অধিকার আদায় সম্ভব।