মধ্যনগরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ২৫

- আপডেট সময় : ০৬:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / 294
মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে বালু-পাথর পরিবহন ট্রাকে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে মোহাম্মদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন ২৫ জন৷
সোমবার(১০ মার্চ) সন্ধ্যায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলী ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা হারুন মাহমুদের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী জনপদ মহিষখলা বর্ডার রোড দিয়ে প্রতিদিন বালু-পাথরবাহী ট্রাক চলাচল করে থাকে। এসব গাড়ি থেকে নিয়মিত অবৈধভাবে চাঁদা তোলা হয়।চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুগ্রুপের মধ্যে সন্ধ্যায় হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
এই বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, সন্ধ্যায় দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং মোহাম্মদ আলী নামে একজন মারা গেছেন। তবে ধারনা করা হচ্ছে উনি স্ট্রোক করে মারা গেছেন।