সংবাদ শিরোনাম ::
শ্যামারচর দাখিল মাদ্রাসার সভাপতি হলেন আনোয়ার

আনোয়ার হোসাইন, দিরাই:
- আপডেট সময় : ০১:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
দিরাই উপজেলার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান শ্যামারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মো.আনোয়ার হোসেন।
তিনি উপজেলার শ্যামারচর গ্রামের এক সম্রান্ত পরিবারের সন্তান।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে মাদরাসার অফিস কক্ষে দিরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও মাদ্রাসার নির্বাচনে প্রিজাইডিং অফিসার মো.মফিজুল ইসলাম খানের উপস্থিতিতে অভিভাবক সদস্য,দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত সভাপতি মো: আনোয়ার হোসেন বলেন,এই ঐতিহ্যবাহী মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে চাই।পরিচালনা কমিটির সদস্যদের সহযোগিতায় এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই।আমাকে সভাপতি করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।