ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার মাদক সেবনের ছবি ভাইরাল, তদন্ত চলছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 123
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমার সুনামগঞ্জ ডেস্কঃ
পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকারের একটি বিতর্কিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, তিনি খালি গায়ে ও খোলামেলা পোশাকের অন্য এক নারীর সঙ্গে একটি রুমে খাটের ওপর বসে দুটি পাইপের মাথায় নেশাজাতীয় দ্রব্য সেবনে মত্ত রয়েছেন।

ছবিটি গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই পিরোজপুরের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছবিটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই ছবির নিচে কমেন্ট করেছেন ‌‌‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’, ‌‌‘সর্ষের মধ্যে ভূত’, ‘রক্ষক যখন ভক্ষক’ ইত্যাদি।

স্থানীয় সূত্রের দাবি, বাবুল সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এবং ছাত্রজীবনে ছাত্রলীগের ক্যাডার ছিলেন। এসব পরিচয়ের কারণে তিনি বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটির বিষয়ে মো. বাবুল সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন এবং কার্যালয়েও তাকে পাওয়া যায়নি। তার অফিসের কেউও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. তানভীর হোসেন খানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পিরোজপুর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী এ বিষয়ে বলেন, “যদি এ ঘটনা সত্যি হয়, তবে অনতিবিলম্বে তাকে চাকরিচ্যুত করা হোক।”

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান দেশ টিভিকে বলেন, “ছবিটি আমি দেখিনি, তবে বিষয়টি শুনেছি। অভিযুক্ত সহকারী পরিচালক বাবুল সরকার ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সার্ভিস রুল অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ জানিয়েছেন, মাদক সেবনের ছবি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

(তথ্যসূত্র: দেশ টিভি)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার মাদক সেবনের ছবি ভাইরাল, তদন্ত চলছে

আপডেট সময় : ০৯:৫১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

আমার সুনামগঞ্জ ডেস্কঃ
পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকারের একটি বিতর্কিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, তিনি খালি গায়ে ও খোলামেলা পোশাকের অন্য এক নারীর সঙ্গে একটি রুমে খাটের ওপর বসে দুটি পাইপের মাথায় নেশাজাতীয় দ্রব্য সেবনে মত্ত রয়েছেন।

ছবিটি গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই পিরোজপুরের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছবিটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই ছবির নিচে কমেন্ট করেছেন ‌‌‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’, ‌‌‘সর্ষের মধ্যে ভূত’, ‘রক্ষক যখন ভক্ষক’ ইত্যাদি।

স্থানীয় সূত্রের দাবি, বাবুল সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এবং ছাত্রজীবনে ছাত্রলীগের ক্যাডার ছিলেন। এসব পরিচয়ের কারণে তিনি বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটির বিষয়ে মো. বাবুল সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন এবং কার্যালয়েও তাকে পাওয়া যায়নি। তার অফিসের কেউও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. তানভীর হোসেন খানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পিরোজপুর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী এ বিষয়ে বলেন, “যদি এ ঘটনা সত্যি হয়, তবে অনতিবিলম্বে তাকে চাকরিচ্যুত করা হোক।”

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান দেশ টিভিকে বলেন, “ছবিটি আমি দেখিনি, তবে বিষয়টি শুনেছি। অভিযুক্ত সহকারী পরিচালক বাবুল সরকার ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সার্ভিস রুল অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ জানিয়েছেন, মাদক সেবনের ছবি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

(তথ্যসূত্র: দেশ টিভি)