নাব্যতার সংকটে আটকা পড়েছে শতাধিক নৌযান

- আপডেট সময় : ০৫:১৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
রক্তি নদীর দুবলার চর থেকে দুর্লভপুর পর্যন্ত নাব্যতা সংকটের কারণে নৌজট লেগেছে।
নদীর পানি শুকিয়ে যাওয়ার সুনামগঞ্জের সবচেয়ে বড় বালু—পাথর মহাল যাদুকাটা থেকে বালু—পাথরবাহী বাল্কহেড কিংবা বড় নৌকা বের হতে পারছে না।
তাহিরপুর ও বিশ^ম্ভরপুর জামালগঞ্জ উপজেলার রক্তি, বৌলাই ও পাটলাই নদীতে নব্যতা সংকটের কারণে নৌ—পথে এই অচলাবস্থা তৈরি হয়েছে।
বৃহস্প্রতিবার রক্তি নদীতে শতাধিক বালু—পাথরবাহী নৌকা আটকা পড়েছে।
এ ব্যাপারে ফতেহপুর এলাকার সিরাজুল ইসলাম বলেন, নিয়মিত নদী খনন না করার কারনে এ ধরনের সংকট দেখা দিয়েছে।
জামালগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আরিফ উল্লাহ্ জানান, রক্তি নদীর দুর্লভপুর এলাকায় নব্যতা সংকটের কারণে ৪০ টি বালি বোঝাই ট্রলার আটকা পড়েছে। ওখানে বিআইডব্লিউটি’এর নদী খননের কাজও চলছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোখলেছুর রহমান বললেন, শুনেছি রক্তি নদীর দুবলারচর, সংগ্রামপুর এলাকায় নব্যতা সংকটে নৌজট লেগেছে। আমরা এই খবর পেয়েছি। উর্ধ্বতনদের সঙ্গে কথা বলে সরেজমিনে যাবার সিদ্ধান্ত হলে প্রয়োজনীয় ব্যাবস্থার জন্য পুলিশ পাঠাব।