সুনামগঞ্জে ৫ ডিপার্টমেন্টাল স্টোরকে জরিমানা

- আপডেট সময় : ১১:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ শহরের স্টেশন রোডে অভিযান চালিয়ে ৫ ডিপার্টমেন্টাল ষ্টোরকে ২২হাজার টাকা জরিমানা করছে বাজার মনিটরিং কমিটি। সোমবার দুপুরে শহরের স্টেশন এ অভিযান চালানো হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার রবিউর রায়হানের নেতেত্ব অভিযান অংশ নেন মার্কেটিং অফিসার আহমদ আসিফুর রব, জেলা ক্যাব’র সিনিয়র সহসভাপতি মো. দিলায়ার হোসেন, সাধারণ সম্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরাধী ছাত্র আদালনের প্রতিনিধি ফয়সল আহমদ প্রমুখ।
বাজার মনিটরিং কমিটির সূত্র জানা গেছে, আজ সোমবার দুপুরে শহরের স্টেশন রোডে বাজার মনিটরিং কমিটি অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে সৌখিন ডিপার্টমেন্টল ষ্টোরের মালিক ওবায়দুর রহমানকে ৩ হাজার টাকা, পণ্যের গায়ে মূল্য না থাকায় বনফুল-এর ম্যানজারকে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে মধুবন-এর ম্যানেজার নাছির উদ্দিনকে ৩ হাজার টাকা, একই অপরাধ পিউরিয়ার ম্যানজার মোবারক হোসনকে ৬ হাজার টাকা ও পরিচ্ছন না থাকায় ফুলকলি’র ম্যানেজার জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।