ছাতকে দেশীয় অ’স্ত্রসহ গ্রেফতার চার

- আপডেট সময় : ০৯:৫৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৪০৭ বার পড়া হয়েছে
ছাতকে যৌথ বাহিনীর অভিযানে দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।
এরই ধারাবাহিকতায়, ১৯ মার্চ সকাল আনুমানিক ৭ টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর দালান বাড়ি গ্রামে (৪২ বীর)ছাতক আর্মি ক্যাম্প হতে ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ এর নেতৃত্বে এঅভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের পরিচালিত এ যৌথ অভিযানে, গ্রেপ্তার হয়েছেন গনেশপুর দালান বাড়ি গ্রামের মৃত লুৎফুর রহমানের ছেলে আব্দুল কাদির টুটুল , আক্তার হোসেন (৩৪), মোসাদ্দেক (২৭) গনেশপুর ছড়ার পার গ্রামের আসিদ আলীর ছেলে
কামাল হোসেন (৪০) এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বড় ছুড়ি ০২ টি, চাপাতি- ০৫ টি, রামদা- ০১ টি, চাকু- ০৬ টি সরঞ্জামাদিসহ চার জন ব্যাক্তিকে গ্রেফতার করা হয়,
উদ্ধারকৃত দ্রব্যাদি সহ গ্রেফতারকৃত ব্যক্তিবর্গকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ জানান তাদের বিরুদ্ধে অবৈধ বালুর উত্তোলন চোরাই চালান, চাঁদাবাজ, সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে এবং
এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করতে সকলকে আহ্বান জানানো হচ্ছে।