ফিলিস্তিনে ইসরায়েলী নৃশংস গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

- আপডেট সময় : ০৭:১৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে
গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী নিরপরাধ মানুষের ওপর ইসরাইলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলা এবং ভারতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ হিউম্যানটি ক্লাব।
বৃহস্পতিবার (২০) মার্চ শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ হিউম্যানেটি ক্লাবের সভাপতি মোঃ সুহেল আলমের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য এস এম এ ফয়সলের সঞ্চালনায় বক্তব্য রাখেন লবজান চৌধুরী স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, বাংলাদেশে শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল আলম রাসেল, সুনামগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, গণ অধিকার পরিষদের জেলা সেক্রেটারি আব্দুল বারী, গণ অধিকার পরিষদ নেতা তিমন চৌধুরী।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক নুরুল হাসান আতাহার, বিএনপি নেতা নজির আহমেদ, শ্রমিক নেতা মোঃ জসিম উদ্দিন, মাওলানা মোঃ হারুন অর রশীদ, প্রভাষক মোঃ শাহীনুল ইসলাম, মানিক উল্লাহ, ইমরান হোসেন, আমার সুনামগঞ্জ এর নির্বাহী সম্পাদক মোঃ মিজানুর রহমান, সমাজকর্মী আব্দুল হাসিব কাওসার, শিক্ষানবিশ আইনজীবী শফিউল আলম, ইসমাঈল হোসেন খন্দকার, আবু সালেহ মুসা, সাংবাদিক আব্দুল হালিম, ছাত্রনেতা ইকরামুল হক মাজেদ, আলী হায়দার প্রমুখ।
এসময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।