সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ সদর উপজেলার উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে স্থানীয় ইসলামিক সেন্টার মিলনায়তনে সদর উপজেলা আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি সুলেমান চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার নায়েবে আমীর ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা রুহুল আমিন, কুরবাননগর ইউনিয়ন আমীর হাফিজ আবুবকর সিদ্দিক, জাহাঙ্গীরনগর ইউনিয়ন টিম সদস্য সালামত উল্লাহ, লক্ষণশ্রী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ জামাল উদ্দিন, গৌরারং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ জহুর আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া কুরআনের সমাজ গড়া সম্ভব নয়। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক ইসলামি রাষ্ট্র হিসেবে গড়ার জন্য কাজ করে যাচ্ছে। সিয়াম সাধনার মাধ্যমে মানুষ যাতে তাক্বওয়াবান হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে সেজন্য সবাইকে চেষ্টা করতে হবে।
এসম অন্যান্যের মধ্পস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, ইয়াসিন আলী, শাহাব উদ্দিন, দেলাওয়ার হোসেন প্রমুখ।