আইপিএলের পর্দা উঠছে আজ

- আপডেট সময় : ০৩:৪৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
আর কয়েক ঘণ্টা পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের পর্দা উঠবে। আজ শনিবার উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ১৭তম আসরের প্লে অফ থেকে বাদ পড়েছিল ব্যাঙ্গালুরু। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ মার্চ মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এবারের আসরে মাঠে গড়াবে মোট ৭৪টি ম্যাচ।
কোটি টাকার টুর্নামেন্টের এবারের আসরের আগে দুটি নিয়মে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। ২০২০ সালের পর প্রথমবারের মতো বলে লাল ব্যবহার করতে পারবেন বোলাররা। ভাইরাস ছড়ানোর শঙ্কা থাকায় করোনার সময় সব ধরনের ক্রিকেটে লালা ব্যবহার নিষিদ্ধ করেছিল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটে বহাল থাকলেও আইপিএলে থেকে নিয়মটি তুলে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এবারের আইপিএলে দ্বিতীয় বল ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। বোলিং দল চাইলে ১১ ওভারের পর বল পরিবর্তনের জন্য আম্পায়ারের কাছে আবেদন করতে পারবে। বল পরিবর্তন হবে কি না সে সিদ্ধান্ত নির্ভর করবে আম্পায়ারদের ওপর।
তথ্যসূত্র: দৈনিক আমার দেশ