সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ হাঁসের খামার উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 278
তাহিরপুর, ২৫ মার্চ ২০২৫: জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশনায় আজ তাহিরপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে পাঁচটি অবৈধ হাঁসের খামার উচ্ছেদ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি অবৈধভাবে খাস জমি বা জলাশয় দখল করে হাঁসের খামার বা ঘের তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে স্থানীয় কমিউনিটি পুলিশ, গ্রাম উন্নয়ন সমিতির সদস্য ও আনসার সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং সাধারণ জনগণকে এ ধরনের তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।















