জনগণের প্রভু হওয়ার চেষ্টা করবেন না : উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান

- আপডেট সময় : ০২:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ ১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, মুক্তিযুদ্ধ কারো বাবার সম্পত্তি ছিল না। মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যারা লুটপাট করেছ তারা ছাড় পাবে না। জনগণের প্রভু হওয়ার চেষ্টা করবেন না। যারা প্রভু সেজেছিল তারা সদলবলে দেশ ছেড়ে পালিয়ে জীবন বাঁচিয়েছে। জামায়াত জনগণের সেবক হতে চায়। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রিয় জীবন পর্যন্ত কুরআনের আইনকে চালু করতে চায়।
দক্ষিণ বড়দল ইউনিয়নের জনতা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথাগুলো বলেন।
বুধবার (২৬) মার্চ জনতা বাজারে বড়দল দক্ষিন ইউনিয়নের সভাপতি আব্দুল বারীর সভাপত্বিতে ইউনিয়ন সেক্রেটারি ইয়াকুব আলীর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো: রুকন উদ্দিন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাহাউদ্দিন, তাহিরপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার উদ্দিন, আইডিয়াল ভিশন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তাহিরপুর উপজেলা সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উত্তরাঞ্চলের সভাপতি সাখাওয়াত হোসেন।
অন্যানের মধ্যে উপস্থিত উপজেলা কর্ম ও সূরা সদস্য আব্দুল হাকিম, উত্তর বড়দল ইউনিয়নের সভাপতি মাওলানা বশির আহমদ, বাদাঘাট ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি রাখাব উদ্দিন বিপ্লব, উত্তর বদল ইউনিয়নের শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।