বালিজুরি সিনিয়র আলিম মাদরাসায় ক্বেরাআত প্রশিক্ষণের পুরষ্কার বিতরণ

- আপডেট সময় : ০২:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ২০০ বার পড়া হয়েছে
মাহে রমজান উপলক্ষে ইত্তেহাদুল ক্বুররা বাংলাদেশের আয়োজনে এবং বালিজুরি এইচ এ উলুম সিনিয়র আলিম মাদরাসার তত্ত্বাবধানে সম্পন্ন ক্বিরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আল্লাহ পাক এই রমযান মাসে কোরআন নাজিল করেছেন।
যে কোরআন তারতিল সহকারে বিশুদ্ধতা বজায় রেখে তেলাওয়াত প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য কর্তব্য।
এই কর্তব্যবোধ থেকেই ইত্তেহাদুল ক্বুররা বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষা সম্পর্কে সচেতনতা তৈরীতে ক্বেরাত প্রশিক্ষণের আয়োজন করেছে,যা প্রতি বছর রমজান মাসে আয়োজিত হয়ে আসছে এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক পৃথকভাবে আয়োজিত ক্বেরাত প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ” ক্বারী আব্দুল আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের’ সৌজন্যে পুরষ্কার ও সনদ তুলে দেওয়া হয়।
বৃহস্প্রতিবার (২৬)রমজান বালিজুরি এইচ এ উলুম সিনিয়র আলিম মাদরাসার হলরুমে, মাওলান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা মুসলিম উদ্দিনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিজুরি এইচ এ উলুম সিনিয়র আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হারিছ উদ্দিন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্বেরাআত প্রশিক্ষণ কেন্দ্রের নাজিম ও বালিজুরি এইচ এ উলুম সিনিয়র আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ আলী,ক্বারী আব্দুল আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য সচিব আব্দুল আলিম ইমতিয়াজ, ডা: তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মু জহিরুল ইসলাম প্রমুখ।