মুহাম্মদপুরে বয়স্ক কুরআন শিক্ষা কোর্সের পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ০৩:১৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
কুরআন নাযিলের মাস পবিত্র মাহে রমযানে মাস ব্যপী কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ এশা মুহাম্মদপুর জামে মসজিদে মুহাম্মদপুর ইসলামী সমাজকল্যাণ পরিষদের সেক্রেটারি আব্দুস সাত্তার মু. মামুনের সভাপতিত্বে মাস ব্যপী কুরআন শিক্ষা কোর্সের প্রশিক্ষক হিসেবে কোর্স পরিচালনা করেন মাওঃ আবদুল ওয়াদুদ নোমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কালাম আজাদ। প্রধান আলোচক হিসেবে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন দ্বীনি সিনিয়র ফাযিল (ডিগ্রি) মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলী নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আজিজুল হক মাসুক, মদরিস আলী প্রমুখ।
উক্ত কুরআন শিক্ষা কোর্সে অধ্যয়নরত প্রায় অর্ধশত শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।