নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারির ঈদ শুভেচ্ছা

- আপডেট সময় : ০৯:৩৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংপুর ইউনিয়ন আমীর আতাউর রহমান ও সেক্রেটারি রফিকুর রহমান।
রবিবার এক যৌথ বিবৃতিতে দুই জামায়াতে নেতা বলেন, “এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত।
মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
বক্তারা বলেন, পবিত্র ঈদের এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ-কষ্ট ভাগ করে নিই।
নরসিংপুর ইউপি জামায়াতের আমীর আতাউর রহমান ও সেক্রেটারি রফিকুর রহমান আরো বলেন,
প্রিয় দেশবাসীর ভালোবাসায় সিক্ত সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে দেশ -বিদেশে অবস্থানরত জনশক্তি ও শুভাকাঙ্ক্ষীসহ
দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সঙ্গে আমরা সবাইকে আবারো আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।