শান্তিগঞ্জ উপজেলা
- আপডেট সময় : ০৭:৫৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / 328
সুনামগঞ্জের ১১ নম্বর উপজেলা শান্তিগঞ্জ। সুনামগঞ্জ সদর উপজেলার দক্ষিণাংশ নিয়ে ২০০৬ সালের ৬ জুন ঘোষণা হয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। ২৭ জুলাই ২০০৬ তারিখে গেজেট প্রকাশিত হয়। ৮টি ইউনিয়ন নিয়ে ১৮ মে ২০০৮ তারিখ থেকে এ উপজেলাটি নবসৃষ্ট উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করে। ২০২১ সালের ২৬ জুলাই দক্ষিণ সুনামগঞ্জ থেকে নাম পরিবর্তন করে নামকরণ করা হয় শান্তিগঞ্জ।
উপজেলার ইউনিয়নগুলো হলো: জয়কলস, দুর্গাপাশা, পশ্চিম পাগলা, পশ্চিম বীরগাঁও, পাথারিয়া, পূর্ব পাগলা, পূর্ব বীরগাঁও, শিমুলবাগ।
এর আয়তন ৩০৩.১৭ বর্গ কিমি। অবস্থান: ২৪°৪৯´ থেকে ২৫°১০´ উত্তর অক্ষাংশ এবং ৯১°১৪´ থেকে ৯১°২৭´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে সুনামগঞ্জ সদর ও দোয়ারাবাজার উপজেলা, দক্ষিণে জগন্নাথপুর ও দিরাই উপজেলা, পূর্বে দোয়ারাবাজার ও ছাতক উপজেলা, পশ্চিমে জামালগঞ্জ উপজেলা।
এর জনসংখ্যা ১৮৩৮৮১; পুরুষ ৯০৯৯৭, মহিলা ৯২৮৮৪। মুসলিম ১৬৬০০৮, হিন্দু ১৭৭৭১, খ্রিস্টান ৫, বৌদ্ধ ১৫ এবং অন্যান্য ৮২। এ উপজেলায় হাজং, মনিপুরী, গারো প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
উপজেলায় গ্রাম রয়েছে ১৭১ টি, ঘনত্ব (প্রতি বর্গ কিমি) ৬০৭ জন এবং শিক্ষার হার শিক্ষার হার ৩৩.১৫ (%)।















