শিক্ষার্থীদেরকে সততা ও মানবিকতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে : উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান

- আপডেট সময় : ০৫:১৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে
আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, সমাজে যারা অনৈতিক কাজ করে, যারা রডের বদলে বাঁশ দেয়, প্রশাসনের বড় বড় চেয়ারে বসে ঘুষ লেনদেন করে তাদের কারও যোগ্যতা ও দক্ষতার ঘাটতি নেই। সততা ও মানবিকতার অভাবেই তারা এসকল গর্হিত কাজ করে। এজন্য আজকের কৃতি শিক্ষার্থীদেরকে যোগ্যতা, দক্ষতার পাশাপাশি সততা ও মানবিকতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে।
মঙ্গলবার সকাল ১০ টায় আদর্শ সমাজকল্যাণ পরিষদ তাহিরপুর আয়োজিত ২০২৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাজকল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোঃ দিলশাদ মিয়া’র সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ সুহেল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন সরকারি কলেজ সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, আলহাজ্ব জয়নাল আবেদীন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক রোকন উদ্দিন, বাদাঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ বাহা উদ্দিন বাহার, সুনামগঞ্জ আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ এডভোকেট মহসিন রেজা মানিক, সুনামগঞ্জ পৌর কলেজের শিক্ষক আলমগীর আহমদ তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লুৎফুর রহমান দুলাল, সাবেক শিক্ষক মোঃ মুজিবুর রহমান, শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈফুল ইসলাম হোসেন, সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা মোঃ জসিম উদ্দিন, তাহিরপুর উপজেলা ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, কিশোরকন্ঠ পাঠক ফোরাম তাহিরপুর উপজেলা দক্ষিণের পৃষ্ঠপোষক রাজন আহমদ প্রমুখ।
তাহিরপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইমরান আহমদ, তাহিরপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল আলিম ইমতিয়াজ, সমাজকল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা শাহজাহান আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক অলিদ হাসান, সমাজকল্যাণ সম্পাদক তৌহিদুল ইসলাম, আমার সুনামগঞ্জ ডট কম’র নির্বাহী সম্পাদক মিজানুর রহমান, তাহিরপুর উপজেলা উত্তরের পৃষ্ঠপোষক সাখাওয়াত হোসেন সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সাজিদ নূর, ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ সুজাত মিয়া।