সংবাদ শিরোনাম ::
সিলেটে প্রকাশ্যে মুহাদ্দিসকে লাঠিপেটা, অভিযুক্ত বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:২৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জে বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ মাওলানা এনাম আহমদ দেওবন্দীকে প্রকাশ্যে লাঠিপেটা করেছেন উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন জামাল। যিনি স্থানীয়ভাবে ‘বাট্টি জামাল’ নামে পরিচিত।
মাওলানা এনাম দীর্ঘদিন ধরে ঢাকার দক্ষিণ হুসাইনিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হামলার একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জনসম্মুখে বিএনপি নেতা তাকে লাঠি দিয়ে মারধর করছেন।
এই ঘটনার নিন্দা জানিয়ে সিলেটের বিভিন্ন আঞ্চলিক ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি থেকে প্রতিবাদ জানানো হয়েছে। সচেতন নাগরিকরা এই ন্যক্কারজনক ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।