জেলা পুলিশের নবনিযুক্ত দিরাই ও ছাতক সার্কেল কর্মকর্তার যোগদান

- আপডেট সময় : ০৭:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
জেলা পুলিশের দিরাই ও ছাতক সার্কেলে নবনিযুক্ত দুই কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ রবিবার (৬ এপ্রিল) অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) হিসেবে মো. শরিফুল হক এবং সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) হিসেবে মো. আবদুল কাদের যোগদান করেন। নবাগত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান জেলার পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩৫তম বিসিএসের মাধ্যমে ২০১৭ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এছাড়া সহকারী পুলিশ সুপার মো. আবদুল কাদের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় কর্মরত ছিলেন। তিনি এ বছর পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন।