ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর্মঘটে অংশ নিলে ‘ডাবল অনুপস্থিতি’— শিক্ষক হুমকিতে সমালোচনা

- আপডেট সময় : ০৪:১০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক নারী প্রভাষক জানিয়েছেন, গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে চলমান বৈশ্বিক ধর্মঘটে অংশ নিতে গিয়ে কেউ ক্লাস মিস করলে, তাকে দু’দিনের অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।
বিশ্বব্যাপী শিক্ষার্থীরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ক্লাস বর্জন করছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের শিক্ষার্থীরাও এই ধর্মঘটে অংশ নিচ্ছেন।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগে কর্মরত শিক্ষক তাহমিনা রহমান একটি শিক্ষার্থী গ্রুপে বার্তা দিয়ে জানান, ক্লাস না করলে তাদের দুইদিনের অনুপস্থিত দেখানো হবে। এই বক্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার বলেন, “ছাত্ররা এমন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে, সেটাই স্বাভাবিক। তাদের ধর্মঘটে অংশ নেওয়াকে কেন্দ্র করে ডাবল অনুপস্থিত দেখানো মেনে নেওয়া যায় না।” তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
তাহমিনা রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দেয়, আগামী সোমবার (৭ এপ্রিল) সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, যেন শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ধর্মঘটে অংশ নিতে পারে।