ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পুসাসের বিক্ষোভ

- আপডেট সময় : ০৪:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের মানুষের উপর নির্মম হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস)।
আজ ০৭ এপ্রিল বেলা ১২ ঘটিকায় সুনামগঞ্জ সদরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে সুনামগঞ্জ থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষও যোগদান করেন।
এসময় তারা বিভিম্ন শ্লোগানে ফিলিস্তিনের মুক্তি ও ইসরায়েলের এই মানবতারিরোধী অপরাধ রুখে দেওয়ার আহবান জানান।
পুসাস মডারেটর মলয় ব্যানার্জির মাধ্যমে সংগঠনটি ব্যক্ত করে, ” সাত দশকের অধিক সময় ধরে ফিলিস্তিন রক্তাক্ত। হত্যা, দখলদারিত্ব, জাতিগত নিধন— এসবের রক্তাক্ত ইতিহাস আজ গাজার রাফায় ভীতিকর নতুন রূপ পেয়েছে। মাত্র তিন মাসের মধ্যে শহীদ হয়েছেন ২৭ হাজারেরও বেশি মানুষ, ধ্বংস হয়েছে প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি ও অবকাঠামো। এই ভয়ঙ্কর ধ্বংসলীলা দেখে বিশ্ববাসী হতবাক। পুসাস দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করে, ফিলি*স্তিনের স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে আমরা অবিচল।
আমরা বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই: গণহত্যা থামাও। ফিলিস্তিনের পাশে দাঁড়াও। মানবতার পাশে দাঁড়াও।”
উল্লেখ্য, উক্ত কর্মসূচিতে বাংলাদেশ নৌবাহিনীর লেফট্যানান্ট আব্দুল হাদি সিয়াম, পুসাসের সাবেক সদস্য আশহার ইনতেযাম তাহবির, মো: মুহসিন জামিল, গালিব ইফতেখার রাহাত সহ বর্তমান সদস্যবৃন্দ যোগদান করেন। এসময় তারা তাদের বক্তব্যের মাধ্যমে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর ও ইসরা* য়েলের প্রতি ঘৃণা প্রদর্শনের আহবান জানান।