ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জেলা জামায়াতের বিক্ষোভ

- আপডেট সময় : ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের নিরীহ শিশু, নারী-পুরুষের উপর ইসরাইলী বর্বর গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
সোমবার বিকালে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
জেলা মডেল মসজিদ থেকে বের হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এসে সমাবেশে মিলিত হয়।
জেলা সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ শামসউদদীন, মোমতাজুল হাসান আবেদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ নূরুল আলম, প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুল কবির, জেলা অফিস সেক্রেটারি মোঃ নূরুল ইসলাম, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফুর রহমান দুলাল, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোঃ মামুন, নায়েবে আমীর আজিজুল হক মাসুক, সেক্রেটারি মাওলানা মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা আমীর অধ্যাপক মোহাম্মদ আলী, নায়েবে আমীর মাওলানা রুহুল আমীন, সেক্রেটারি সোলেমান চৌধুরী, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফুর রহমান দুলাল, এডভোকেট মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
প্রমুখ।