সুনামগঞ্জ ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রয়াত সাংবাদিক শংকর রায় স্মরণে স্মরণ সভা

আমিনুর রহমান জিলু:
  • আপডেট সময় : ০৯:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক প্রয়াত শংকর রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

আজ ২৩ এপ্রিল, বুধবার রাত ৮টায় স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম–এর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু এবং অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল।

সভায় প্রয়াত শংকর রায়ের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ, সদস্য অরূপ সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু, দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি আলী হোসেন, প্রেসক্লাব সদস্য জুয়েল আহমেদ, সুমিত রায়সহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রয়াত শংকর রায় শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন সমাজের বিবেক, ন্যায়ের পথে অবিচল এক সাহসী কণ্ঠস্বর। সত্য প্রকাশে তাঁর কলম ছিল নির্ভীক, আর সমাজের অসঙ্গতি, দুর্নীতি এবং প্রান্তিক মানুষের দুর্দশা তুলে ধরতে তিনি কখনো পিছপা হননি।

তাঁর লেখনী ছিল সময়ের সাক্ষ্য বহনকারী। তিনি সাংবাদিকতার মাধ্যমে যেমন সমাজের দর্পণ হয়ে উঠেছিলেন, তেমনি তাঁর সততা, স্পষ্টবাদিতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে করেছিলেন সমাজের এক অনন্য ব্যক্তিত্ব। বক্তারা আশা প্রকাশ করেন, শংকর রায়ের আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

সভা শেষে প্রয়াত শংকর রায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

স্মরণ সভাটি ছিল গভীর শ্রদ্ধা, স্মৃতিচারণ এবং অনুপ্রেরণায় ভরপুর এক সন্ধ্যা—যেখানে উঠে আসে একজন নিঃস্বার্থ সমাজসেবী ও আদর্শ সাংবাদিকের জীবনের নানা দিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জগন্নাথপুরে প্রয়াত সাংবাদিক শংকর রায় স্মরণে স্মরণ সভা

আপডেট সময় : ০৯:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

জগন্নাথপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক প্রয়াত শংকর রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

আজ ২৩ এপ্রিল, বুধবার রাত ৮টায় স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম–এর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু এবং অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল।

সভায় প্রয়াত শংকর রায়ের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ, সদস্য অরূপ সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু, দৈনিক আজকালের খবর-এর প্রতিনিধি আলী হোসেন, প্রেসক্লাব সদস্য জুয়েল আহমেদ, সুমিত রায়সহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রয়াত শংকর রায় শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন সমাজের বিবেক, ন্যায়ের পথে অবিচল এক সাহসী কণ্ঠস্বর। সত্য প্রকাশে তাঁর কলম ছিল নির্ভীক, আর সমাজের অসঙ্গতি, দুর্নীতি এবং প্রান্তিক মানুষের দুর্দশা তুলে ধরতে তিনি কখনো পিছপা হননি।

তাঁর লেখনী ছিল সময়ের সাক্ষ্য বহনকারী। তিনি সাংবাদিকতার মাধ্যমে যেমন সমাজের দর্পণ হয়ে উঠেছিলেন, তেমনি তাঁর সততা, স্পষ্টবাদিতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে করেছিলেন সমাজের এক অনন্য ব্যক্তিত্ব। বক্তারা আশা প্রকাশ করেন, শংকর রায়ের আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

সভা শেষে প্রয়াত শংকর রায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

স্মরণ সভাটি ছিল গভীর শ্রদ্ধা, স্মৃতিচারণ এবং অনুপ্রেরণায় ভরপুর এক সন্ধ্যা—যেখানে উঠে আসে একজন নিঃস্বার্থ সমাজসেবী ও আদর্শ সাংবাদিকের জীবনের নানা দিক।