সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি::
- আপডেট সময় : ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
শান্তিগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে রিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যার খবর পাওয়া গেছে৷
শুক্রবার (২৫) এপ্রিল ভোরে উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২ টা থেকে ভোর ৫ টার কোন এক সময় কামরূপদলং গ্রামে স্বামীর বাড়ির শয়নকক্ষের বাঁশের তীরের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ওই আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে থানার এসআই নোবেল সরকার সঙ্গীয় ফোর্স গিয়ে লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।