সুনামগঞ্জে জাতীয়তাবাদী নবীন দলের ৩১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন

- আপডেট সময় : ১২:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের সুনামগঞ্জ জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নবীন দলের অনুমোদনক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিনুর রহমান শাহিন, এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন আব্দুন নূর (রাতুল) । এছাড়াও কমিটিতে রয়েছেন একাধিক তরুণ, যোগ্য ও উদ্যমী নেতা, যারা দলকে তৃণমূলে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
নবীন দল নেতারা জানিয়েছেন, এই কমিটি জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় নবীন দলের সভাপতি হুমায়ুন আহমদ তালুকদার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা । তাঁরা নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান এবং সুনামগঞ্জে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।