সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

- আপডেট সময় : ০৫:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / 82
উৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। আজ দিবসটি উদযাপনে সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটি ও অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে সম্মিলিতভাবে বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়।
“দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে র্যালী, বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী মিলনায়তনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় লিগ্যাল এইড দিবসের তাৎপর্য সম্পর্কে মুক্ত আলোচনা ও আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে মূল্যবান মতামত প্রদান করা হয়
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হেমায়েত উদ্দিন ।
এসময় উপস্থিত ছিলেন, বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল মুহাম্মদ হাবিবুল্লাহ, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো রুকন উদ্দিন কবির, জেলা প্রশাসক ড. মো: ইলিয়াস মিয়া , অতিরিক্ত জেলা ও দায়রাজজ তেহসিন ইফতেখার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামাল উদ্দিন খান,জেলা লিগ্যাল এইড অফিসার তৈয়ব উদ্দিন,পুলিশ সুপার ( ভারপ্রাপ্ত) তাপস রঞ্জন ঘোস,সিভিল সার্জন ডা মো জসিম উদ্দিন, আইনজীবী সমিতির সভাপতি মু আব্দুল হক,গভর্নমেন্ট প্লিডার মু শামসুল হক,পাবলিক প্রসিকিউটর মল্লিক মো মইন উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ কোর্টের বিচারকগণ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাসহ জেলা লিগ্যাড এইড কমিটির সদস্যরা।আলোচনা সভায় বিচার প্রার্থীদের বিনা খরচে আইনগত সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।