নতুন পাড়ায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

- আপডেট সময় : ০৯:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ২০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকায় হৃদয় বণিক (২২) নামে এক সন্ত্রাসীর ছুরিকাঘাতে মমিন মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মমিন মিয়া শহরের নতুন পাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে এবং ঘাতক হৃদয় বণিক একই এলাকার রবি বণিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক হৃদয় বণিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিপংঙ্কর কান্তি দে”র গ্রুপের একজনকর্মী। সে প্রায়ই ধারলো ছুরি নিয়ে চলাচল করত বলে জানা যায়।
জানা যায়, বিকাল ৪টার দিকে নতুনপাড়ার নিজ বাসার সামনে দিয়ে হৃদয় বণিক ছুরি নিয়ে যাচ্ছিল। এসময় মমিন মিয়া তাকে ধারালো অস্ত্র নিয়ে চলাচল করতে বারণ করেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকটি হয়। এক পর্যায়ে হৃদয় বণিক নিজ ছুরি দিয়ে মমিনের পেছনে ও সামনে পরপর চারটি স্টেপিং করে। ফলে মমিন মাটিয়ে লুঠিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মমিন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭টায় ঘাতক হৃদয় বণিককে নতুনপাড়া নিজ বাসা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম ঘাতক হৃদয় বণিককে আটকের সত্যতা নিশ্চিত করেন।