প্রজ্ঞাপন জারি হলে ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার
আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: সারজিস

- আপডেট সময় : ০৬:৪৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ ‘ব্লকেড’ করে রেখেছেন বিক্ষোভকারীরা। এ আন্দোলনে অংশ নিয়েছেন অধিকাংশ রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
শুক্রবার রাত ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নেতাকর্মীদের। এ ছাড়া ইসলামী ছাত্রশিবির, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। মুফতি জসিম উদ্দিন রাহমানী ও তার কিছু অনুসারীকেও অবস্থান নিতে দেখা গেছে।
এ সময় আন্দোলনকারীরা জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হলে ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার করবেন। হাতে জাতীয় পতাকা ও নিষেধাজ্ঞা সংবলিত পোস্টার নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।
স্লোগানে দেয়া হয়- ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘এই মুহূর্তে ব্যান চাই, আওয়ামী লীগের ব্যান চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’।
রাত ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। শাহবাগেই আওয়ামী লীগের কবর খুঁড়ব।’
তিনি বলেন, ‘ইন্টেরিম সরকার দেরি করলে শুধু শাহবাগ নয়, সারা বাংলাদেশে অবরোধ চলবে।’ সেই সঙ্গে তিনি জুলাইয়ে ‘গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র’ প্রকাশের দাবি জানান।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগসহ সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, তিন দফার দাবিটা আমাদের, অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি শনিবার বিকাল ৩টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। তার সঙ্গে সারা বাংলাদেশ আমাদের প্রত্যেকটা জুলাইয়ে যে যে পয়েন্টে আন্দোলন হয়েছে, সেই পয়েন্টে আমরা গণজমায়েত ঘোষণা করছি। এই লড়াই বাংলাদেশপন্থি বনাম ফ্যাসিবাদপন্থি লড়াই।
এর আগে ব্লকেডের মধ্যেই ‘মার্চ টু ঢাকা’র মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাত ৮টার দিকে ফেসবুক পোস্টের মাধ্যমে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
নাহিদ ইসলাম লিখেছেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।
আন্দোলনকারীরা জানান, সরকার যদি দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না নেয়, তবে আন্দোলনের পরিধি সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।
এদিকে অবরোধের ঘোষণা আসার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। শাহবাগ মোড় থেকে কাঁটাবন, মৎস্য ভবন ও কাজী নজরুল ইসলাম এভিনিউসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
দৈনিক আমার দেশ