জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা থাকলে দায়িত্ব আমার : শিশির মনির

- আপডেট সময় : ০৬:১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
শাল্লা থেকে যদি কেউ জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে তাহলে আমি তার যাবতীয় দায়িত্ব নেব। ফুটবল খেলতে হলে ক্যাপাসিটি লাগে। যারা মাদকাসক্ত ও মাদকসেবন করে তাদের ক্যাপাসিটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এজন্য ব্রাজিল ও আর্জেন্টিনাতে খেলোয়াড় নির্বাচনের আগে মাদকাসক্ত কি-না সেটা টেস্ট করা হয়।
শুক্রবার বেলা ১১টায় শাল্লা গণমিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এসময় দিরাই—শাল্লা উন্নয়ন ফোরামের আয়োজনে ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে উপজেলার তিনটি ইউনিয়নের ৬০টি টিমের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়।
শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস শহীদের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়াবিদ কালিপদ রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর শাল্লা শাখার সাধারণ সম্পাদক আবুল খায়ের, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ মিল্টন, শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল প্রমুখ।