ছাতককে হারিয়ে চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ১১:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর পুরস্কার বিতরণ করা হয়।
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ করেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ সুনামগঞ্জ সদর বনাম ছাতক উপজেলায় মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় সুনামগঞ্জ সদর উপজেলা ৪-৩ গোলে ছাতক উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।