গ্রাম আদালত সচল করতে তাহিরপুরে প্রশিক্ষণ আয়োজন

- আপডেট সময় : ০১:০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
তাহিরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সোমবার (২৭ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম।
প্রথম ব্যাচে উত্তর শ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন ইউএনও মো. আবুল হাশেম। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক ইসলাম।
বক্তারা তাদের আলোচনায় গ্রাম আদালতের গুরুত্ব, কার্যক্রম পরিচালনা ও আইনি কাঠামো নিয়ে পরিষদ সদস্যদের মধ্যে স্বচ্ছ ধারণা তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এবং সঞ্চালনায় ছিলেন মোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “ইউনিয়ন পরিষদ সদস্যদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারলেই তারা তাদের নিজ নিজ ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করতে সক্ষম হবেন।”
এই প্রশিক্ষণের পরবর্তী ব্যাচগুলোতে তাহিরপুর উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করবেন। আগামী ৩০ মে পর্যন্ত পর্যায়ক্রমে প্রশিক্ষণ কর্মসূচি চলবে বলে জানা গেছে।