দাপুটে ইউপি চেয়ারম্যান সঞ্জয় ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার

- আপডেট সময় : ০১:৫৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / 269
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সঞ্জয় রায় চৌধুরীকে ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দুধবহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে সঞ্জয় রায় চৌধুরীকে আটক করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সঞ্জয় রায় চৌধুরী বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক। তিনি আওয়ামী লীগের মনোনয়নে পরপর দুইবার জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। যদিও তিনি উপজেলা আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই, তথাপি দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব এবং সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দাপটপূর্ণ আচরণ এবং বিভিন্ন কর্মসূচিতে অগ্রগণ্য ভূমিকা পালনের অভিযোগ ছিল।