আজহারুল ইসলামের মুক্তিতে জেলা জামায়াতের শুকরানা দোয়া

- আপডেট সময় : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / 241
একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে শুকরানা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আছর সুনামগঞ্জ জেলা মডেল মসজিদে এ আয়োজন করা হয়। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান
।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমতাজুল হাসান আবেদ, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আলী,পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মু মামুন এবং ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদি হাসান তুহিন।
বক্তারা বলেন, এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দেশের সর্বোচ্চ আদালত থেকে তার বেকসুর খালাস প্রমাণ করে যে, এই মামলা মিথ্যা ও ভিত্তিহীন ছিল। তাঁরা এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।
এস/এম/এম/ আর